তোমার দেহাতি আলোয় আমার মেখে নেওয়া ভোরের আজান
শীতলপাটি পাঁচালির গানে বাবুইর বাসা
অন্ধকারের মগ্নতায় আলোর সুবাস।
অস্তিত্বের কলস ভাসে শিলালিপি ছুঁয়ে…