আমি অন্ধকারে পথ খুঁজতে থাকি
তিনি এসে যখন দাঁড়ান
সামনে তিন-চারটি পথ দেখি খোলা
তিনি হেসে দু’হাত বাড়ান।

চরাচর থেমেছে কোন মন্ত্রবলে
জাগিও না তাকে জাগিও না
চাঁদের মুখশ্রী থেকে কালিমা মুছেছি
কোনও চিহ্ন লাগিও না!

উন্মেষ মুহূর্ত চেয়ে আছে দেখি
পিটপিটে স্বভাবের লোক—
দু’হাতে সে কখন থেকে দিগ্বলয়ে
রং করছে চাঁদের আলোক!

প্রশ্ন করিনি কোন পথে যেতে হবে
হোক তবে আজ শুরু হোক—
ঝড়-বৃষ্টিতে ডিমে তা’ দিচ্ছে দেখি
মা-পাখির আদুরে পালক।