প্রিয় সন্ধ্যায় লেখা হল ল‌ক্ষতারার সন্ন্যাস চিঠি
ঠিকানাসব এক, সময় ও আঁধারে একক রঞ্জন

ঈশ্বরের সঙ্গে অপরূপ দেখা, বাজে মুরজ মুরলী
আগুনে আগুন ছড়িয়ে শিশুটির মতো বসে আছেন
তাঁর মা শতদল
তিনি অনায়াসেই লুকিয়ে রাখতে পারেন ভণিতা ও প্রতিশব্দ

সন্তানের জন্যই এই তাঁর স্থিতি, ধ্যান, পরবাস
আকাশে আকাশ, ল‌ক্ষ অভিমানের বাহ্যজ্ঞান সরিয়ে
নির্জনতার স্মৃতি, অপরূপ হয়ে উঠছে চিত্রকল্প

পিছুটান উধাও, প্রতিষ্ঠালাভে জীবনও তুচ্ছ
নীলকণ্ঠ পাখির পালকের মতো হালকা, তিরতির
নদীর প্রান্তদেশ বরাবর ভাসছে আয়ু…

রঞ্জনের সঙ্গে মা শতদল গাইছেন স্বদেশের জন্য
ঠিকানাহীন, সন্ন্যাস চিঠির জন্য, প্রতিশব্দ ‘একক’-এর জন্য।