বেলা শুরুই হয়নি
এখনই সে আনন্দ গান শোনাতে চায়
আনন্দ গান হবে শেষবেলায়, মর্মবেদনায়
পথে পথে বিলুপ্ত প্রজাতির মৌমাছির ঝাঁক
বাঁচিয়ে,
আমি দারিদ্র মোচনের পথ খুঁজছি
কয়েকটি শিশু আমাকে ঘিরে ধরেছে
ভাত খাবে বলে
আমি নিজেই জন্মভিখিরি
তাই তাদের রক্তমাখা অন্ন দিয়েছি
অনভ্যস্ত আঙুলে সেতার বাজাতে গিয়ে
আঙুল চিরে রক্ত ঝরছে
বুঝতে পারছি আর বাজাতে পারবো না
ভৈরবী, মালকোষ।
একফোঁটা করুণা একজন
মানুষের জীবন বদলে দেয়।