যা নিয়ে কেউ কখনো ভাবেনি
যা নিয়ে কেউ কখনো লেখেনি
তা নিয়ে তৈরি হোক নিরন্তর
এক তুখোড় কবিতা।
মাথার ভেতরে আজ অজস্র জটলারা
ওৎ পেতে আছে
যেদিকে তাকাই দেখি নদীর ছলাৎ
ক্লান্তি আসে, রাত্রি নামে চোখের পাতায়।
তবু স্রোতে ভাসা কবিতার খাতায়
উঠে আসে গুনটানা ভাটিয়ালি সুর
তখন মগজে ছড়িয়ে পড়ে মগ্নতার সাঁকো
আর ঘুমে লেখা পোড়া দাগ, আর্তনাদ, বিষণ্ণ সকাল!