‘উদ্বোধন’-এর গত আষাঢ় ১৪২৯ সংখ্যায় প্রকাশিত ‘উনিশ শতকে পত্র-পত্রিকার ছাপাখানা’ শীর্ষক তথ্যমূলক রচনাটি পড়ে ভাল লাগল। এপ্রসঙ্গে দু-একটি তথ্য সংযোজন করতে চাই।
১৮২৮ সালে রামমোহন রায় ব্রাহ্মসমাজ ও ১৮৩৯-এ দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা স্থাপন করেন। সমাজের প্রচারকার্য ভালভাবে করার জন্য পত্রিকা ও ছাপাখানার প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয়। ১৯৪৩ সালের অগস্ট মাসে দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রকাশ ঘটে। এর প্রথম সম্পাদক অক্ষয়কুমার দত্ত। কালীপ্রসন্ন সিংহ পত্রিকার জন্য মুদ্রণযন্ত্র উপহার দেন। পরিচালনার গুণে পত্রিকাটি উচ্চশ্রেণির মর্যাদা পায়। বিদ্যাকে মূলধন করে বিদ্যাসাগর বইয়ের ব্যবসায় এসেছিলেন। ছাপাখানা করতে হলে অর্থের প্রয়োজন, সেটি তাঁর ছিল না। তিনি বাজার থেকে অর্থ নিয়ে বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সহায়তায় ‘সংস্কৃত প্রেস’ নামে ছাপাখানা স্থাপন করেন। দীর্ঘদিন ধরে তা ছিল কলকাতার অন্যতম সেরা ছাপাখানা।
আশিষকুমার ঘটক
কল্যাণী