তোমরা যত ক্ষতির নেশায় মেতে উঠবে
নাছোড় আমার জেদ তত দৃঢ় হবে
শিকড় চাড়িয়ে আর ডালপালা আগুনে মেলে
অনেক উঁচুতে গনগনে আকাশে
উঠে যাবে আঁকিবুকি কেটে…
এফোঁড়-ওফোঁড় হবে আলো—
ছেড়ে যাওয়া শরীরে রক্তাক্ত বর্ণমালা
অগ্নিশুদ্ধ হবে লিখে যেতে যেতে…
এদিকে নিচের মাঠে
জেগে উঠবে
গভীর ভরসায় আঁকা ছায়া