‘উদ্বোধন’-এর গত ভাদ্র ১৪২৯ সংখ্যায় বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণচরিত্র’ বিষয়ে পার্থ সেনগুপ্তের রচনাটি শ্রীকৃষ্ণের চারিত্রিক বিশ্লেষণে এক মহামূল্যবান ধারাবিবরণীর সমতুল্য। সুন্দর ও সাবলীল রচনায় শ্রীকৃষ্ণের একাধারে চারিত্রিক সুকোমলতার পাশাপাশি মানবতার শত্রুর কাছে তাঁর নির্মম রূপটিও প্রকাশ করেছেন লেখক। রচনাটি যতবারই পড়া যায় ততবারই এক পরিপূর্ণ আশ্রয়দাতার ছবি যেন মনের কোণে ভেসে ও‌ঠে। মানুষ এরই খোঁজে চলেছে যুগযুগান্তরব্যাপী। একাধারে প্রেমিক, দুরন্ত অস্ত্রবিদ, রাজনীতিতে অবাধ পাদচারণা ও পরিশেষে জ্ঞানার্জনবৃত্তির উৎকর্ষে পৌঁছে যাওয়া একজনকে মানুষ বা ভগবান যে-নামেই ডাকা হোক না কেন, আপামর জনগণের কাছে তিনিই প্রকৃত আশ্রয়স্থল—একথা বলার অপে‌ক্ষা রাখে না। বলিষ্ঠ জাতি গঠনের প্রাথমিক সোপান আদর্শ শি‌ক্ষা ও তার সঠিক প্রয়োগ—এক্ষেত্রেও কৃষ্ণচরিত্র সফল।

চন্দন বন্দ্যোপাধ্যায়
আলমবাজার, কলকাতা ৭০০০৩৫