কোতুলপুর শ্রীমা সারদা পাঠচক্র (বাঁকুড়া) : গত ৯ এপ্রিল ২০২২ বিশেষ পূজা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীশ্রীঅন্নপূর্ণাপূজা অনুিষ্ঠত হয়। প্রায় ২০০০ ভক্ত বসে প্রসাদ পান। এই উপলক্ষে ১০ এপ্রিল আয়োজিত সাধুসেবা অনুষ্ঠানে জয়রামবাটী, কোয়ালপাড়া ও বাঁকুড়া কেন্দ্রের সন্ন্যাসী ও ব্রহ্মচারিগণ অংশগ্রহণ করেন।
বরুণহাট শ্রীরামকৃষ্ণ সেবাকেন্দ্র (উত্তর ২৪ পরগনা) : গত ১৭ এপ্রিল ২০২২ প্রভাতফেরি, পূজা, পাঠ, অঙ্কন, ভক্তিগীতি, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী পরিশুদ্ধানন্দ, স্বামী সমর্পণানন্দ, জগন্নাথ দাশ প্রমুখ। সহস্রাধিক ভক্ত বসে প্রসাদ পান।
দেহত্যাগ