মাথার উপর ছায়া মেলে যেন
প্রাচীন বট—
বেলুড় মঠ।
যেন শান্তির উপবন এই
নদীর তট—
বেলুড় মঠ।
শত সমস্যা নিমেষে উধাও,
থাকে না জট—
বেলুড় মঠ।
পূত পবিত্র অমৃতধারায়
ভরেছে ঘট—
বেলুড় মঠ।
কার জয়গান গাইছে বাতাসে
কালের নট—
বেলুড় মঠ।
ঠাকুর-বিবেক রেখেছেন ভরে
চিত্তপট—
বেলুড় মঠ।