‘অনুষ্টুপ’ বাংলা সাহিত্য সংস্কৃতিতে বরাবরই ভিন্ন পথের পথিক। ছাপান্ন বর্ষের তৃতীয় সংখ্যাটিও (গ্রীষ্ম সংখ্যা ২০২২) তার ব্যতিক্রম নয়। বরং এই সংকলনটি ‘ভিন্ন ধরনের’ হয়ে উঠেছে। সাম্প্রতিক সমাচার ও পাঠ-প্রতিক্রিয়ার দীর্ঘ আলোচনায় উঠে এসেছে একইসঙ্গে রামমোহন রায় থেকে বাংলা সিনেমার নতুন ছবি ‘অপরাজিত’র কথা। সম্পাদকের এই দীর্ঘ আলাপ সম্পর্কে মনে হয়েছে—‘সাম্প্রতিক সময়কে আরো একটু বৃহত্তর পরিধি দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব’। ছাপা হয়েছে ২০২১ সালের সাহিত্যে নোবেল-প্রাপক আব্দুল রাজাক গুরনাহের একটি মূল্যবান সাক্ষাৎকারের অনুবাদ। এবং নেওয়া হয়েছে সমকালীন চিন্তাবিদ সুদীপ্ত কবিরাজের সাক্ষাৎকার। এই সংখ্যায় রয়েছে তিনটি ক্রোড়পত্র—‘নারী ও অর্ধেক আকাশ’, ‘শতবর্ষ ও শতবর্ষোত্তর ভাবনায় অতুলপ্রসাদ-রজনীকান্ত-উমা বসু’ ও ‘রবীন্দ্রনাথ’। একঝাঁক নবীন প্রাবন্ধিকের লেখায় ভরে উঠেছে এই সংকলন। অনুবাদ ও কবিতার মেলবন্ধনে ‘অনুষ্টুপ’-এর এই সংখ্যাটি হয়ে উঠেছে মননশীল পাঠকের নতুন দিগন্ত।