এ-কথা সবাই জানে, শত প্রতিরোধ ভেঙে
অবশেষে বাগানে ঢুকেছি,
সুন্দরের অধিষ্ঠান কোন্খানে
এইবার চোখ ভরে দেখে নিতে হবে।
কাঁটায়-কণ্টকে ভরা জনহীন বাঁকা রাস্তা
মোটামুটি আনন্দে এলাম।
যে আমাকে কীট ভাবছে, বনের শ্বাপদ ভাবছে,
তারও কিছু ভাববার স্বাধীনতা আছে।
আমার চতুর্দিকে প্রেম আর সুন্দরের আলো—
যতই লাঞ্ছনা করো, কষ্ট দাও,
সত্যের সুদীর্ঘ পথে আমি কারও একফোঁটা
সাহায্য নেব না।
জগতের মানুষ দেখুক,
শ্রমে ক্লান্ত, তবু আমি বানাব আশ্চর্য ফুল,
মাটি, জল, নতুন ঈশ্বর।