বাঁধন মজবুত করার জন্য শক্তহাতে গিঁট বেঁধেছিলাম।
অবাক হয়ে ল‌ক্ষ্য করলাম স্বার্থ, অবিশ্বাস, ঘৃণা,
নিরাপত্তাহীনতায় আক্রান্ত সম্পর্কগুলো ক্রমশ
দূরে সরে যাচ্ছে। গিঁটের বাঁধন আলগা করতে গিয়ে
দেখি আরো অজস্র অজানা গিঁট পাকেপাকে জড়িয়ে ধরছে
অক্টোপাসের মতো। প্রাণঘাতী ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর
বিষে জর্জরিত গিঁটগুলো রক্তচ‌ক্ষু দেখাচ্ছে। হাল ছেড়ে
আজ আমি একা একা বসে আছি মো‌ক্ষলাভের আশায়।