বাংলা লিটিল ম্যাগাজিনের চর্চায় নতুন পত্রিকার আনাগোনা লেগেই থাকে। তার মধ্যে কিছু পত্রিকা প্রথম থেকেই ব্যতিক্রমী হয়ে ওঠে। ‘কলকাতা ২১’ পত্রিকার প্রথম সংখ্যা দেখলে তেমনটাই মনে হয়। বাংলা ভাষা-সাহিত্য-শিল্পে ভাল বৌদ্ধিক চর্চার প্রয়োজনে ‘ক্রিটিকাল মন’ তৈরির সংকল্পে এই পত্রিকার শুভ সূচনা। পত্রিকার বিষয়ে রয়েছে মূলত প্রবন্ধ, বইয়ের আলোচনা আর কবিতা। প্রথম সংখ্যার প্রাবন্ধিক তালিকায় রয়েছেন স্বপন চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, অরিন্দম চক্রবর্তী প্রমুখ। এছাড়াও রয়েছে সৌরীন ভট্টাচার্যের স্মৃতির অনন্য উপহার। সব মিলিয়ে ‘কলকাতা ২১’ প্রথম সংখ্যা আমাদের সামনে নতুন স্বর ও নতুন প্রকরণের এক মিলিত সম্ভার।