‘উদ্বোধন’-এর গত শ্রাবণ ১৪২৯ সংখ্যায় ‘শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য ডাঃ চন্দ্রশেখর কালীর বাড়ি’র লেখক অরিন্দম দাসকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণের পদধূলিধন্য এই বাড়িটির সন্ধান দেওয়ার জন্য যারপরনাই আনন্দিত হয়েছি। শুনেছি, বাগবাজার, শ্যামবাজার, ঝামাপুকুর, বরানগর প্রভৃতি অঞ্চল জুড়ে এমন আরো অনেক দ্রষ্টব্য স্থান আছে—যেখানে ঠাকুর, মা, স্বামীজী এবং পার্ষদবৃন্দ ও গৃহিভক্তদের স্মৃতি আজও অবশিষ্ট আছে। অবতারপুরুষ ও এইসব মহাপুরুষের সংস্পর্শে আসার সৌভাগ্য যখন হয়নি, তখন এই স্মৃতিবিজড়িত স্থানগুলির পুণ্যদর্শন লাভ করে ও সেই অমৃতময় ভাবধারা আস্বাদন করে কৃতার্থ বোধ করছি।

তাই সহৃদয় ‘উদ্বোধন’ কর্তৃপ‌ক্ষের কাছে বিনীত নিবেদন, আমরা যারা ঠাকুর-মায়ের আশ্রয় নিয়ে বাকি জীবনটা কাটানোর চিন্তা-ভাবনা করছি, তাদের এইসব লীলাস্থানগুলির বিস্তারিত তথ্য দিয়ে জীবনকে ধন্য করার সুযোগ করে দিন।

দেবাশীষ দাস বর্মন
নিউব্যারাকপুর, কলকাতা ৭০০১৩১