আলোর দারিদ্রে যা ঢাকা পড়ে গেছে
খুঁজে পেতে চাই সেই সত্যের মহিমা।
চেতনায় পলির স্বাক্ষর নিয়ে
বারবার সরণি সন্ধান।
জ্যোতির্ময়! তোমার পায়ের কাছে
নম্র হই, নিবেদিত।
বিবেক স্তব্ধ হলে আনন্দের স্রোতোধারা ক্রমশ মলিন।
নিজেকে সনাক্ত করি প্রতিদিন
বৃত্তের ভেতরে মোহ, লোভ
অন্ধকার খনিগর্ভ মায়া
এসব পেরিয়ে দূরে নীলিমায় স্নেহপূর্ণ ছায়া।