সংগীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মানুষের কাছে পৌঁছানোর জন্য তার রয়েছে সর্বজনীন ভাষা। “কথ্য বা লেখ্য ভাষার সীমাবদ্ধতাকে ছাড়িয়ে সাঙ্গীতিক ভাষা অনায়াসে জুড়ে নেয় পৃথিবীর এ-প্রান্ত ও-প্রান্ত।” সেই সংগীতকে বিষয়ে করে প্রকাশিত হয়েছে লন্ডনের আনন্দধারা আর্টস সংস্থার পক্ষ থেকে ‘সঙ্গীত মনন’ পত্রিকা। প্রকাশের উদ্দেশ্যে তাঁদের “মনে হয়েছে সঙ্গীতচর্চার নানা দিগন্ত এবং এ সংক্রান্ত সমসাময়িক ভাবনা ও বিশ্লেষণকে মননধর্মী রচনার মাধ্যমে বৃহত্তর পরিসরে উপস্থাপন করা হলে আমাদের সঙ্গীত-সংস্কৃতি সমৃদ্ধ হবে।” প্রথম সংখ্যায় সংযুক্ত হয়েছে ‘শতবর্ষে স্বরসম্রাট’ শিরোনামে উস্তাদ আলি আকবর খানের ক্রোড়পত্র। রয়েছে সাতটি অন্যান্য বিভাগ; সেখানে আলোচিত হয়েছে অতুলপ্রসাদ সেন, দিলীপকুমার রায়, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, পূর্বা দাম প্রমুখের সংগীত-বিষয়ক চিন্তাভাবনা। এছাড়াও ধ্রুপদ, রবীন্দ্রনাথ ও নজরুলের গান, লোকসংগীতের বাদ্যযন্ত্র, আদিবাসী সংগীতের মতো মূল্যবান নানান বৈচিত্রপূর্ণ বিষয় ও উস্তাদ রশিদ খানের সাক্ষাৎকার। সংগীত-বিষয়ক এই সংখ্যাটি পাঠকদের মনে সংগীতানুরাগ সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস।