সে কারও হাত ধরে হাঁটতে চায়নি
মানুষটা অশ্বারোহীও নয়, আপাদমস্তক
পদাতিক; কেবল ভরসা রাখে চক্ষুষ্মানতায়
গাড্ডা থেকে বাঁচিয়ে সে নিয়ে
যেতে চায় কুসুমের উল্লাসের দিকে
কেবল মুঠি-ভরা রোদ্দুর এনে
ছড়িয়ে দিতে চায়
যেখানে ছলাৎ-আনন্দে প্রাণ উঠবে নেচে
করতালি দিয়ে সকলের জন্যে
সকলে পরস্পরকে কাছে পাবে
মানুষটা এই জন্য যুদ্ধ চায় যে—
কেউ ভুলেও যেন কারও হাত ধরে না হাঁটে
মানুষটা অন্যের হাত ধরে চলা পছন্দই করে না