এই মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে আছে।
হাজার সমুদ্র কেটে নীলকান্ত মণি।
আর ওঁ মণিপদ্ম বলে
আমি সেই, আমি তার গভীর গর্ভে
প্রবেশ করলাম। ধ্যান আমার, দৃষ্টি আমার
তুমি কতদূর সময় পেরিয়ে যাবে
যে দেশে মানুষের বন্ধু হয়ে মানুষ রয়েছে
জীবন্ত প্রেমিকার ঠোঁটে স্পর্ধিত অহং
হয়ে রয়েছে পুরুষ, অথবা পরাক্রমী রাজা
মাথা নত বেদনা রয়েছে যার,
আমি সেই নীলিম শব্দকে গ্রহণ করবো।
শব্দহীনতার পথে শ্রেষ্ঠ শুশ্রূষা কবিতা
আমি তার সর্বগ্রাসী মাথায়
স্থাপন করব ওই উজ্জ্বল স্বর্ণকিরীট!