জেগে আছে ধ্রুবতারাটি
অন্ধকারের গর্ভে,
সাতটি তারারা প্রশ্ন
চিরকাল তুলে ধরবে।

সীমাহীন রাত আকাশে,
নক্ষত্রেরা সীমাহীন,
সন্ধ্যা হলেই প্রশ্ন
আকাশের কোণে চিরদিন।

নয়ন নির্ণিমেষ,
নিম্নে অতল সিন্ধু,
প্রশ্নের মুখোমুখি
ধ্রুবতা-র এক বিন্দু

উঠে আসে রোজ ঊর্ধ্বে,
সাতটি তারার প্রশ্নের
ছায়াটি পড়ে সমুদ্রে।