শোনো আমি নয়নতারার পরী
আমার ফুলের রঙ হালকা বেগনি, আমি
শুঁটির ভিতর কালো রঙের বীজগুলিকে গড়ি
হাওয়ার চুমায় সে বীজ ঝরে পড়ে
তাই না দেখে সন্ন্যাসী মন যেন কেমন করে
তারার মতন ফুলগুলিতে বাগান ভরে যায়
সতের বছর বয়স যখন তখন তোমার দুঃখদিন
তুমি ভাবলে তোমার চোখের আলো নিভবে তুমি হারাবে
বই পড়ার সে সোনার চেয়ে অনেক দামি সুখ
বেদনার্ত ঘুমিয়েছিলে ঘুমের মধ্যে কানে কানে বলে গেলাম
রইল তারা নয়নতারায় তোমার নয়ন তারায় ভরা
তোমায় কোলে করে রাখবেন মাটি মাতা বসুন্ধরা